A sad Rose tree |
একদা এক সময় এক গভীর জঙ্গলের মধ্যে একটি গোলাপ গাছের চারা বেড়ে উঠছিল। গোলাপ গাছ সাধারণত বাড়ির বাগানে,নার্সারিতে অথবা বাড়ির ছাদে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। কিন্তু এক সময় এক ব্যক্তি একটি গোলাপ গাছ কে তার স্বাধীনতা উপলব্দি করানোর জন্য তার বাড়ির বাগান থেকে তুলে একটা গভীর জঙ্গলে গাছটি রোপন করেছিল। গাছটির চারপাশে ছিল অনেক বৃক্ষ গাছ যা গাছটিকে রোদ ঝড় জল থেকে রক্ষা করত। গাছটি সঠিক তাপমাত্রা বেড়ে উঠতে লাগলো।গাছটি যখন ডালপালা ছেড়ে সুন্দরভাবে একটু বেড়ে উঠলো তখন গাছটির মনে ইচ্ছা হল যে "আমার ফুল কত দামী কত সুন্দর আমার মত একটা দামি ফুলের গাছ এই ঘন জঙ্গলের মাঝে মানায় না আমি যদি কোন বাড়ির বাগানে অথবা ছাদে বেড়ে উঠতাম তাহলে আমার জীবনটা ধন্য বলে মনে করতাম। গাছটা এই চিন্তায় সারাদিন মগ্ন থাকত। এবং সর্বদা নিজের থেকে অন্য গাছেদের ছোট বলে মনে করত। এই ভাবেই তার দিনগুলো কাটছিল অহংকার এবং উদাসীনতা নিয়ে।হঠাৎ একদিন ফরেস্ট অফিসার রা জঙ্গল পরিক্রমণ করতে এলো। তখন এই গোলাপ গাছটি এক অফিসারের চোখে পড়ল । সে ঐ গোলাপ গাছটিকে যত্নসহকারে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির ছাদে একটা টবের মধ্যে রোপন করল।
যেখানে সে দেখল আরো অনেক সুন্দর ফুলের গাছ এখানে আছে। কিন্তু প্রখর রোদের উত্তাপে শুষ্ক মাটিতে তারা যেন হাঁপিয়ে উঠেছে। রোজ সকাল হলেই নিজের নিজের অফিসে চলে যাওয়া ব্যস্ত পরিবারে গাছে জল দেওয়ার মত সময় তাদের ছিল না। কিন্তু এসব দেখার পরেও গাছটি ভাবল "যাই হোক আমি তো আর ওই ঘন জঙ্গলের মধ্য নেই ,আমাকে এখানেই মানায়"। এই ভেবে সে দুদিন মহা আনন্দে কাটালো। কিন্তু তার পরেই তার জীবনে নেমে এলো দুর্দশা। জলের অভাবে তার মাটি ও ধীরে ধীরে শুকিয়ে গেল। পাতাগুলো সব ঝরে গেল এভাবে কোনরকম প্রাণ টুকু ছিল তার। এরপর যখন বর্ষাকাল এলো তখন আবার গাছগুলো সতেজ হয়ে উঠল। কিন্তু এরপর একদিন প্রচন্ড ঝড় জল আর শিলাবৃষ্টিতে গাছটি গোড়া থেকে উপড়ে পড়ে গেল। সুন্দর ফুল ফোটার আগেই নষ্ট হয়ে গেল গাছটি। তখন তার মনে পড়ল সে ঘন জঙ্গলে বৃক্ষ গাছ গুলোর কথা যা গাছটিকে রোদ ঝড় জল থেকে রক্ষা করত। যেখানে প্রকৃতির নিয়মে স্বাধীন ভাবে বেড়ে উঠত। সুন্দর ফুল ফোটাতে পারতো। গাছটির করা লোভের বশে গাছটির মধ্যে দেখা গেলো ব্যর্থতার কান্না।
Comments
Post a Comment