Rabindranath Tagore |
সবাই বলে জ্ঞানের ঠাকুর
নামটি তোমার রবি
তাই তো তুমি জগৎ জুড়ে
সবার বিশ্বকবি।
গ্রামের নামটি জোড়াসাঁকো
তোমার জন্মভূমি ,
ধন্য তোমার লেখার আবেগ
দুই বিঘা জমি।।
তোমায় বর্ণন করতে গিয়ে
ছন্দ ভুলি আমি,
তোমাকে লেখার ক্ষমতা থাকা
নয় কি অনেক দামী ?
তুমি লিখেছো হাজার কবিতা,
হাজারো প্রবন্ধ, গান,
"শেষের কবিতা "সোনার তরী" আর লিখেছ "প্রাণ"।
"পৃথ্বীরাজএর পরাজয়" তুমি লিখেছিলে ছোট্ট রবি,
তাই তো তুমি জগৎ জুড়ে
সবার বিশ্বকবি।।
নৌকাডুবি পড়েছি আমি
তোমার লেখা প্রবন্ধ,,
আর পড়েছি "চোখের বালি" "প্রজাপতির নির্বন্ধ"।
কাব্য গ্রন্থ পড়েছি আমি
"ভগ্নহৃদয়" বনফুল"।
শতকোটি ক্ষমা চাইলাম
কবিতায় যদি করি ভুল।
মৃত্যু তোমায় মারতে পারেনি
আজও আছো তুমি রবি।
তাই তো তুমি জগৎ জুড়ে
সবার বিশ্বকবি।।
Comments
Post a Comment