Skip to main content

বিশ্বকবি রবি ঠাকুর


Rabindranath Tagore
                                                                                   

সবাই বলে‌‌ জ্ঞানের ঠাকুর

নামটি তোমার রবি

তাই তো তুমি জগৎ জুড়ে

সবার বিশ্বকবি

গ্রামের নামটি জোড়াসাঁকো

তোমার জন্মভূমি ,

ধন্য তোমার লেখার আবেগ

দুই বিঘা জমি।।

তোমায় বর্ণন করতে গিয়ে

ছন্দ ভুলি আমি,

তোমাকে লেখার ক্ষমতা থাকা

নয় কি অনেক দামী ?

তুমি লিখেছো হাজার কবিতা,

হাজারো প্রবন্ধ, গান,

"শেষের কবিতা  "সোনার তরী" আর লিখেছ "প্রাণ"

"পৃথ্বীরাজএর পরাজয়" তুমি লিখেছিলে ছোট্ট রবি,

তাই তো তুমি জগৎ জুড়ে

সবার বিশ্বকবি।।

নৌকাডুবি পড়েছি আমি

তোমার লেখা প্রবন্ধ,,

আর পড়েছি "চোখের বালি" "প্রজাপতির নির্বন্ধ"

কাব্য গ্রন্থ পড়েছি আমি

"ভগ্নহৃদয়" বনফুল"

শতকোটি ক্ষমা চাইলাম

কবিতায় যদি করি ভুল

মৃত্যু তোমায় মারতে পারেনি

আজও আছো তুমি রবি

তাই তো তুমি জগৎ জুড়ে

সবার বিশ্বকবি।।


Comments

Popular posts from this blog

একটা গোলাপ গাছের কথা

A sad Rose tree একদা এক সময় এক গভীর জঙ্গলের মধ্যে একটি গোলাপ গাছের চারা বেড়ে উঠছিল। গোলাপ গাছ সাধারণত বাড়ির বাগানে,নার্সারিতে অথবা বাড়ির ছাদে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। কিন্তু এক সময় এক ব্যক্তি একটি গোলাপ গাছ কে তার স্বাধীনতা উপলব্দি করানোর জন্য তার বাড়ির বাগান থেকে তুলে একটা গভীর জঙ্গলে গাছটি রোপন করেছিল। গাছটির চারপাশে ছিল অনেক বৃক্ষ গাছ যা গাছটিকে রোদ ঝড় জল থেকে রক্ষা করত। গাছটি সঠিক তাপমাত্রা বেড়ে উঠতে লাগলো।গাছটি যখন ডালপালা ছেড়ে সুন্দরভাবে একটু বেড়ে উঠলো তখন গাছটির মনে ইচ্ছা হল যে "আমার ফুল কত দামী কত সুন্দর আমার মত একটা দামি ফুলের গাছ এই ঘন জঙ্গলের মাঝে মানায় না আমি যদি কোন বাড়ির বাগানে অথবা ছাদে বেড়ে উঠতাম তাহলে আমার জীবনটা ধন্য বলে মনে করতাম। গাছটা এই চিন্তায় সারাদিন মগ্ন থাকত। এবং সর্বদা নিজের থেকে অন্য গাছেদের ছোট বলে মনে করত। এই ভাবেই তার দিনগুলো কাটছিল অহংকার এবং উদাসীনতা নিয়ে।হঠাৎ একদিন ফরেস্ট অফিসার রা জঙ্গল পরিক্রমণ করতে এলো। তখন এই গোলাপ গাছটি এক অফিসারের চোখে পড়ল । সে ঐ গোলাপ গাছটিকে যত্নসহকারে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির ছাদে একটা টবের...

সমাজ মেলা

  বর্তমানের সমাজ মেলা  ভালো মন্দ কত খেলা সেই খেলা তে আমার ভাগ  সব ঘটলেও কিছুটা থাক ।।নানা রঙের দিন শুরু হয় ভোরের পাখির গানে , ভ্রমর এসে গান গেয়ে যায়  ফুলের কানে কানে  হালকা হাওয়ায় ভেসে এসে, ফুল কে ভ্রমর বলে  কেনো তুমি ঝরে পর সমাজ পদ তলে ? ভ্রমর কে ফুল হেসে বলে একটা কথাই জানায়,, ভালো মন্দের সমাজ মেলায়  কেউ বা থাকে কেউ বা নাই।।