অনেক বছর আগে বাংলাদেশে একটা ব্রাহ্মণ পরিবার বাস। করত যাদের পেশা ছিল পূজা করা। এছাড়া এই পরিবারে প্রত্যেকটা পুরুষ অসাধারণ পন্ডিত ছিলেন
তাদের এক পাণ্ডিতের কারণে সেখানকার নবাব এই পরিবারের এক পণ্ডিতকে রাজদরবারে স্থান দেন।
পন্ডিতের মুসলিম দরবারে আনাগোনা দেখে সেখানকার গোড়ায হিন্দুরা তাদের কাছে পূজা-পার্বণ করাতে অস্বীকার করে।
যার ফলস্বরূপ ব্রাহ্মণ পরিবার কর্মহীন হয়ে পড়ে। অন্যদিকে নবাবের পরিবর্তন ঘটবে নবাব দরবারে পণ্ডিতদের স্থান অবলুপ্ত হয়।
এমত অবস্থায় ব্রাহ্মণ পরিবার কলকাতায় আসেন এবং পুরনো পেশায় জীবিকা নির্বাহ করতে থাকেন। পাচ্ছে তাদের পুরনো পরিচয় প্রকাশ পায় এই ভয়ে তারা তাদের পদবী গোপন করেন। যারা পূজা-পার্বণের সঙ্গে যুক্ত তাদের আমরা সাধারণত ঠাকুর বলে সম্বোধন করি। ঠিক তেমনি পূজা করার কারণে এই নতুন রহ্মন পণ্ডিতদের স্থানীয় বাসিন্দারা ঠাকুর বলে সম্বোধন করত।
যা পরবর্তীকালে তারা পুরনো পরিচয় গোপন করার জন্য ঠাকুর শব্দটি পদবী হিসাবে গ্রহণ করেন এভাবে একটা ব্রাহ্মণ পরিবার ঠাকুর পরিবার পরিচিতি লাভ করে।
Comments
Post a Comment