বর্তমানের সমাজ মেলা
ভালো মন্দ কত খেলা
সেই খেলা তে আমার ভাগ
সব ঘটলেও কিছুটা থাক ।।নানা রঙের দিন শুরু হয়
ভোরের পাখির গানে ,
ভ্রমর এসে গান গেয়ে যায়
ফুলের কানে কানে
হালকা হাওয়ায় ভেসে এসে,
ফুল কে ভ্রমর বলে
কেনো তুমি ঝরে পর সমাজ পদ তলে ?
ভ্রমর কে ফুল হেসে বলে একটা কথাই জানায়,,
ভালো মন্দের সমাজ মেলায়
কেউ বা থাকে কেউ বা নাই।।
Comments
Post a Comment