Skip to main content

কাজ ও পরিচয়/Work and identity

Wor and identity, good job
Crow

কা কা রবে ডাকি বলে,
নাম দিয়েছো কাক।
খোকাকে বলো-"তেড়ে দে 
ওটা প্রাচীর থেকে যাক।"
রূপের বাহার নেইকো আমার
গায়ের রঙটা কালো।
তাই বলেই তোমরা আমায়
বাসোনা একটুও ভালো।
গাইতে আমি পারিনা যে গান
খারাপ গলার স্বর।
এসব দেখেই তোমরা
আমাই করেছো যে পর। 

তোমার ওই দোর গোড়াতে
পড়ে আছে শত জঞ্জাল। 
চিন্তা নেই সব কিছুই সাফ
করবো আমি কাল।
নাকে রুমাল ধরলে চেপে
উঠছে মৃত প্রানীর গন্ধ। 
যাই করি গিয়ে পরিষ্কার
ভুলে সব দ্বন্ধ।
আরো কতো পোকামাকড়
খেয়ে করেছি শেষ।
মায়ের নামে করেছি সপথ
সুস্থ রাখবো পরিবেশ।
নেই আমার রূপের বাহার
তাও থাকিনা আমি লাজে,
জানি সুব্রতদা বলে-
'আসল পরিচয় একমাত্র কাজে।'

.........................................................................

English translation -


I talk nonsense,
You gave the name crow.
Tell Khoka- "Run away
Let it go from the wall.
The color of the skin is black.
That's why you told me
Don't love. 
I can't sing that song
Bad voice.
You see all this
I did that after that.

At the beginning of your door
There are hundreds of rubbish lying around.
No worries, everything is clear
I'll do it tomorrow.
If you hold a handkerchief on your nose, press it
The smell of dead animals is rising.
Whatever you do, go clean
Forget all the clauses.
How many more insects
I finished eating.
I swear in the name of my mother
I will keep the environment healthy.
Not out of my form
I'm not ashamed,
I know Subrata says-
'The real identity is in the work.'

Comments

Popular posts from this blog

একটা গোলাপ গাছের কথা

A sad Rose tree একদা এক সময় এক গভীর জঙ্গলের মধ্যে একটি গোলাপ গাছের চারা বেড়ে উঠছিল। গোলাপ গাছ সাধারণত বাড়ির বাগানে,নার্সারিতে অথবা বাড়ির ছাদে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। কিন্তু এক সময় এক ব্যক্তি একটি গোলাপ গাছ কে তার স্বাধীনতা উপলব্দি করানোর জন্য তার বাড়ির বাগান থেকে তুলে একটা গভীর জঙ্গলে গাছটি রোপন করেছিল। গাছটির চারপাশে ছিল অনেক বৃক্ষ গাছ যা গাছটিকে রোদ ঝড় জল থেকে রক্ষা করত। গাছটি সঠিক তাপমাত্রা বেড়ে উঠতে লাগলো।গাছটি যখন ডালপালা ছেড়ে সুন্দরভাবে একটু বেড়ে উঠলো তখন গাছটির মনে ইচ্ছা হল যে "আমার ফুল কত দামী কত সুন্দর আমার মত একটা দামি ফুলের গাছ এই ঘন জঙ্গলের মাঝে মানায় না আমি যদি কোন বাড়ির বাগানে অথবা ছাদে বেড়ে উঠতাম তাহলে আমার জীবনটা ধন্য বলে মনে করতাম। গাছটা এই চিন্তায় সারাদিন মগ্ন থাকত। এবং সর্বদা নিজের থেকে অন্য গাছেদের ছোট বলে মনে করত। এই ভাবেই তার দিনগুলো কাটছিল অহংকার এবং উদাসীনতা নিয়ে।হঠাৎ একদিন ফরেস্ট অফিসার রা জঙ্গল পরিক্রমণ করতে এলো। তখন এই গোলাপ গাছটি এক অফিসারের চোখে পড়ল । সে ঐ গোলাপ গাছটিকে যত্নসহকারে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির ছাদে একটা টবের...

বিশ্বকবি রবি ঠাকুর

Rabindranath Tagore                                                                                     সবাই বলে ‌‌ জ্ঞানের ঠাকুর নামটি তোমার রবি তাই তো তুমি জগৎ জুড়ে সবার বিশ্বকবি । গ্রামের নামটি জোড়াসাঁকো তোমার জন্মভূমি , ধন্য তোমার লেখার আবেগ দুই বিঘা জমি ।। তোমায় বর্ণন করতে গিয়ে ছন্দ ভুলি আমি , তোমাকে লেখার ক্ষমতা থাকা নয় কি অনেক দামী ? তুমি লিখেছো হাজার কবিতা , হাজারো প্রবন্ধ , গান , " শেষের কবিতা   " সোনার তরী " আর লিখেছ " প্রাণ " । " পৃথ্বীরাজএর পরাজয় " তুমি লিখেছিলে ছোট্ট রবি , তাই তো ত...

সমাজ মেলা

  বর্তমানের সমাজ মেলা  ভালো মন্দ কত খেলা সেই খেলা তে আমার ভাগ  সব ঘটলেও কিছুটা থাক ।।নানা রঙের দিন শুরু হয় ভোরের পাখির গানে , ভ্রমর এসে গান গেয়ে যায়  ফুলের কানে কানে  হালকা হাওয়ায় ভেসে এসে, ফুল কে ভ্রমর বলে  কেনো তুমি ঝরে পর সমাজ পদ তলে ? ভ্রমর কে ফুল হেসে বলে একটা কথাই জানায়,, ভালো মন্দের সমাজ মেলায়  কেউ বা থাকে কেউ বা নাই।।