Poem writing |
আজকে আমি ভাবলাম
একটা কবিতি লিখবো।
তোমার কথা ছাড়া।
কিন্তু কই গেল তা পারা;
ভাবি তোমার কথা নয় এই পাতায়।
তোমার কথাই আসে মনে আর মাথায়।
মনে এল তোমার হাসি,
কবিতায় লিখলাম ভালোবাসি।
বন্ধুদের মাঝে তোমার কথা বলা,
কতোই না সুন্দর তোমার পথ চলা।
বারে বারে মনে এসেছো আমার
তাই কবিতাটা শুধুই তোমার।
...................................................................
English translation -
Today I thought
I will write a poem.
Without you
But where did it go;
I don't think you are talking about this page.
Your words come to mind and head.
I remember your smile,
I wrote poetry in love.
Talking to your friends,
How beautiful it is to walk your path.
I remember again and again
So the poem is only yours.
Comments
Post a Comment