Skip to main content

শব্দ দূষণ/Noise pollution

Noise pollution, Bad effect of sound
Noise pollution

  DJ BOX...এই music system-টির কথা শুনলেই আমার সারা শরীর জ্বালা করে ওঠে।
   একটু লক্ষ্য করে দেখবেন সরস্বতী পূজা বেশ কয়েক দিন আগে পেরিয়ে গেছে।কিন্তু বির্সজনের রেশ এখন একটুও কমেনি। আমার মনে হয়,বেশির ভাগ পূজা কমিটির মূল লক্ষ্যই হল বির্সজন।এরা সরস্বতী, লক্ষী,ইত্যাদি বিভিন্ন পূজায়, পূজার আয়োজন করে। এবং পূজাটা কোনোরকম পার করে দিয়ে বির্সজনটা যমকালো করে তোলে।
  আর বির্সজনটা যমকালো করতে গিয়ে এরা আট-দশটা  জাহাজ আকৃত্রির music box এক সাথে বাজিয়ে দেয়।
  বর্ধমান সাইডের এক বন্ধু আমাকে একবার বলেছিল ওদের লক্ষী পূজায় ওরা ত্রিশটা box এক সাথে বাজিয়ে ছিল।
আমি জিঙ্গেসা করলাম, তোদের শরীর ঠিক ছিলো তো।
বন্ধু হাসি মুখে উত্তর দিল, না কিছুই হয়নি।তবে হ্যাঁ যখন প্রথম box গুলো বাজায় তখন মনে হচ্ছিল শরীরটা একেবারে হালকা। আর বুকটা বিশাল কাঁপছিল।ব্যাস, তার পর আর কিছু না।
আপনি একটা নতুন রং করা বাড়ির ছবি তুলে রাখবেন।এক বছর পর আপনি বাড়িটা সাথে বাড়িটার ছবিটার তুলনা করবেন। দেখবেন বাড়িটার  রং অনেকটা ফিকে হয়ে গেছে।কিন্তু কখন ফিকে হল তা আপনি বুঝতে পারেননি।
  ঠিক এমন ভাবেই শব্দ আমাদের শরীরে ক্ষতি করে,এবং আমরা তা বুঝতে পারি না।
শব্দ দূষনের ফলে আমাদের- 1.মাথা ধরা,গা বমিবমি ইত্যাদি নানা রকম রোগ হয়।
2.অতিরিক্ত শব্দ আমাদের হার্ট ও কানের ক্ষতি করে।
3. শব্দ ভ্রুণের ক্ষতি করে।
4.এছাড়া বৃদ্ধ,বৃদ্ধা দের অসুবিধা তো আছেই।
  সুতরাং,বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ,আপনারা শব্দ থেকে দূরে থাকুন ও অন্য কে দূরে রাখুন।
আর,হ্যাঁ- শব্দ থেকে বাঁচবো ও বাঁচাবো।
...................................................................
English translation -
DJ BOX ... My whole body gets irritated when I hear about this music system.
    You will notice that the Saraswati Puja has passed away a few days ago.  I think the main goal of most of the puja committees is Birsajan. They organize pujas in different pujas like Saraswati, Lakshi, etc.  And by passing the puja somehow, the birasajan becomes jamakalo.
   And when they went to make Birsajan, they played eight to ten ship-shaped music boxes together.
   A friend from Burdwan side once told me that they were playing thirty boxes together in their Lakshi Puja.
I asked, your body was fine.
The friend replied with a smile, no, nothing happened. But yes, when the first boxes were played, it seemed that the body was very light.  And the chest was shaking huge. Diameter, nothing more after that.
  You will take a picture of a newly painted house. After one year you will compare the picture of the house with the house.  You will see that the color of the house has faded a lot. But you did not understand when it faded.
   That’s exactly how sound harms our bodies, and we don’t realize it.
As a result of noise pollution we- 1. Headache, nausea etc. various diseases occur.
2. Excessive noise damages our heart and ears.
3. Noise harms the fetus.
4. Besides, there are difficulties for the elderly.
   So, my friends, one of my requests to you is to stay away from words and keep others away.
  And, yes - I will live and save from noise.

Comments

Popular posts from this blog

একটা গোলাপ গাছের কথা

A sad Rose tree একদা এক সময় এক গভীর জঙ্গলের মধ্যে একটি গোলাপ গাছের চারা বেড়ে উঠছিল। গোলাপ গাছ সাধারণত বাড়ির বাগানে,নার্সারিতে অথবা বাড়ির ছাদে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। কিন্তু এক সময় এক ব্যক্তি একটি গোলাপ গাছ কে তার স্বাধীনতা উপলব্দি করানোর জন্য তার বাড়ির বাগান থেকে তুলে একটা গভীর জঙ্গলে গাছটি রোপন করেছিল। গাছটির চারপাশে ছিল অনেক বৃক্ষ গাছ যা গাছটিকে রোদ ঝড় জল থেকে রক্ষা করত। গাছটি সঠিক তাপমাত্রা বেড়ে উঠতে লাগলো।গাছটি যখন ডালপালা ছেড়ে সুন্দরভাবে একটু বেড়ে উঠলো তখন গাছটির মনে ইচ্ছা হল যে "আমার ফুল কত দামী কত সুন্দর আমার মত একটা দামি ফুলের গাছ এই ঘন জঙ্গলের মাঝে মানায় না আমি যদি কোন বাড়ির বাগানে অথবা ছাদে বেড়ে উঠতাম তাহলে আমার জীবনটা ধন্য বলে মনে করতাম। গাছটা এই চিন্তায় সারাদিন মগ্ন থাকত। এবং সর্বদা নিজের থেকে অন্য গাছেদের ছোট বলে মনে করত। এই ভাবেই তার দিনগুলো কাটছিল অহংকার এবং উদাসীনতা নিয়ে।হঠাৎ একদিন ফরেস্ট অফিসার রা জঙ্গল পরিক্রমণ করতে এলো। তখন এই গোলাপ গাছটি এক অফিসারের চোখে পড়ল । সে ঐ গোলাপ গাছটিকে যত্নসহকারে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির ছাদে একটা টবের...

বিশ্বকবি রবি ঠাকুর

Rabindranath Tagore                                                                                     সবাই বলে ‌‌ জ্ঞানের ঠাকুর নামটি তোমার রবি তাই তো তুমি জগৎ জুড়ে সবার বিশ্বকবি । গ্রামের নামটি জোড়াসাঁকো তোমার জন্মভূমি , ধন্য তোমার লেখার আবেগ দুই বিঘা জমি ।। তোমায় বর্ণন করতে গিয়ে ছন্দ ভুলি আমি , তোমাকে লেখার ক্ষমতা থাকা নয় কি অনেক দামী ? তুমি লিখেছো হাজার কবিতা , হাজারো প্রবন্ধ , গান , " শেষের কবিতা   " সোনার তরী " আর লিখেছ " প্রাণ " । " পৃথ্বীরাজএর পরাজয় " তুমি লিখেছিলে ছোট্ট রবি , তাই তো ত...

সমাজ মেলা

  বর্তমানের সমাজ মেলা  ভালো মন্দ কত খেলা সেই খেলা তে আমার ভাগ  সব ঘটলেও কিছুটা থাক ।।নানা রঙের দিন শুরু হয় ভোরের পাখির গানে , ভ্রমর এসে গান গেয়ে যায়  ফুলের কানে কানে  হালকা হাওয়ায় ভেসে এসে, ফুল কে ভ্রমর বলে  কেনো তুমি ঝরে পর সমাজ পদ তলে ? ভ্রমর কে ফুল হেসে বলে একটা কথাই জানায়,, ভালো মন্দের সমাজ মেলায়  কেউ বা থাকে কেউ বা নাই।।