ভারত আমার মা
ভারত মায়ের ছেলে আমি।
বঙ্গ প্রদেশে বাড়ি।
তাইতো থাকি বুক উঁচিয়ে,
তাইতো অহংকারী।
মায়ের কথা লিখবো আমি।
বলবো ভারত মায়ের জয়।
মায়ের গান গাইবো আমি
সারাদিন ময়।
মা'গো তোর মূর্তি গড়ে
আনবো আমার বাড়ি।
পরনে তোর দেবো মাগো
তিন রঙের শাড়ি।
মা'গো তোর করব পূজা,
রাখবো ধরে চরণ।
মা'গো আমি বারে বারে
নেব তোরই স্মরণ।
...................................................................
English translation -
I am the son of an Indian mother.
Home in the province of Bengal.
That's why I'm proud,
that's why I'm arrogant.
I will write about my mother.
I will say victory of mother India.
I will sing my mother's song
Drunk all day.
Mother, make your idol
I will bring it to my house.
I'll give it to you,
Three color sari.
I will worship you,
I will hold your feet,
I will remember you
again and again.
Comments
Post a Comment