Skip to main content

আমার গ্রামে আমি হাজার বছর বাঁচতে চায়

My village Perua, Perua
My Perua

আমার গ্রামে আমি হাজার বছর বাঁচতে চাই। 
এখানে পেয়েছি আমি পিতা-মাতা বন্ধু ভাই। 
আমার গ্রামে আমি হাজার বছর বাঁচতে চাই। 
গ্রামের সকলেই আমাকে ভালোবাসে, ভালোবাসে বট,অশ্বত্থ।
আর ভালোবাসে গ্রামের প্রান্তের কোপাই। 
আমার গ্রামে আমি হাজার বছর বাঁচতে চাই।আমিও ভালবাসি ওই নদীটাকে,
ভালোবাসি গ্রামের পথ ঘাট। 
আর ভালোবাসি আশ্বিনের ভরা মাঠ। 
এত ভালোবাসাবাসি আমি আর কোথায় গিয়ে পাই।
আমার গ্রামে আমি হাজার বছর বাঁচতে চাই।
এখানে দেখিনি আমি জাতি নিয়ে ভেদাভেদ, দেখিনি কারো মনে অর্থের মেদ।
এমন ভূমি ছেড়ে কোথায় বা আমি যাই। 
আমার পেরুয়াতে আমি হাজার বছর বাঁচতে চাই। 
...................................................................
 English translation - 

In my village I want to live a thousand years.
Here I found my parents, friends and brothers.
In my village I want to live a thousand years.
Everyone in the village loves me, loves bot, aswattha.
And Kopai on the edge of the village in love.
I want to live in my village for a thousand years.
I also love that river.
Love the village paths and ghats
And I love Ashwin's field.
Where else can I find so many lovers.
In my village I want to live a thousand years.
Here I have not seen the difference between race,
I have not seen the fat of money in anyone's mind.
Where or I go to leave such land.
I want to live a thousand years in my Perua. 

Comments

Popular posts from this blog

একটা গোলাপ গাছের কথা

A sad Rose tree একদা এক সময় এক গভীর জঙ্গলের মধ্যে একটি গোলাপ গাছের চারা বেড়ে উঠছিল। গোলাপ গাছ সাধারণত বাড়ির বাগানে,নার্সারিতে অথবা বাড়ির ছাদে সৌন্দর্য বৃদ্ধির জন্য লাগানো হয়। কিন্তু এক সময় এক ব্যক্তি একটি গোলাপ গাছ কে তার স্বাধীনতা উপলব্দি করানোর জন্য তার বাড়ির বাগান থেকে তুলে একটা গভীর জঙ্গলে গাছটি রোপন করেছিল। গাছটির চারপাশে ছিল অনেক বৃক্ষ গাছ যা গাছটিকে রোদ ঝড় জল থেকে রক্ষা করত। গাছটি সঠিক তাপমাত্রা বেড়ে উঠতে লাগলো।গাছটি যখন ডালপালা ছেড়ে সুন্দরভাবে একটু বেড়ে উঠলো তখন গাছটির মনে ইচ্ছা হল যে "আমার ফুল কত দামী কত সুন্দর আমার মত একটা দামি ফুলের গাছ এই ঘন জঙ্গলের মাঝে মানায় না আমি যদি কোন বাড়ির বাগানে অথবা ছাদে বেড়ে উঠতাম তাহলে আমার জীবনটা ধন্য বলে মনে করতাম। গাছটা এই চিন্তায় সারাদিন মগ্ন থাকত। এবং সর্বদা নিজের থেকে অন্য গাছেদের ছোট বলে মনে করত। এই ভাবেই তার দিনগুলো কাটছিল অহংকার এবং উদাসীনতা নিয়ে।হঠাৎ একদিন ফরেস্ট অফিসার রা জঙ্গল পরিক্রমণ করতে এলো। তখন এই গোলাপ গাছটি এক অফিসারের চোখে পড়ল । সে ঐ গোলাপ গাছটিকে যত্নসহকারে বাড়িতে নিয়ে গিয়ে তার বাড়ির ছাদে একটা টবের...

বিশ্বকবি রবি ঠাকুর

Rabindranath Tagore                                                                                     সবাই বলে ‌‌ জ্ঞানের ঠাকুর নামটি তোমার রবি তাই তো তুমি জগৎ জুড়ে সবার বিশ্বকবি । গ্রামের নামটি জোড়াসাঁকো তোমার জন্মভূমি , ধন্য তোমার লেখার আবেগ দুই বিঘা জমি ।। তোমায় বর্ণন করতে গিয়ে ছন্দ ভুলি আমি , তোমাকে লেখার ক্ষমতা থাকা নয় কি অনেক দামী ? তুমি লিখেছো হাজার কবিতা , হাজারো প্রবন্ধ , গান , " শেষের কবিতা   " সোনার তরী " আর লিখেছ " প্রাণ " । " পৃথ্বীরাজএর পরাজয় " তুমি লিখেছিলে ছোট্ট রবি , তাই তো ত...

সমাজ মেলা

  বর্তমানের সমাজ মেলা  ভালো মন্দ কত খেলা সেই খেলা তে আমার ভাগ  সব ঘটলেও কিছুটা থাক ।।নানা রঙের দিন শুরু হয় ভোরের পাখির গানে , ভ্রমর এসে গান গেয়ে যায়  ফুলের কানে কানে  হালকা হাওয়ায় ভেসে এসে, ফুল কে ভ্রমর বলে  কেনো তুমি ঝরে পর সমাজ পদ তলে ? ভ্রমর কে ফুল হেসে বলে একটা কথাই জানায়,, ভালো মন্দের সমাজ মেলায়  কেউ বা থাকে কেউ বা নাই।।