কিন্তু,পড়েনি চোখে কোনো হিংসুটে নরনারী।
যাকেই দেখেছি মনে হয়েছে আপনজন,
কাছে যেতেই,স্নেহে ভরিয়ে দিয়েছে মন।
কেউবা ভাই হয়ে টেনে নিয়েছে বুকে,
কতো ভালো কথাই বলেছে মুখে।
আমিও বলেছি, চারিদিকে মমতার ছড়াছড়ি,
আমার কাছে ভালো,সকল নরনরী।
...................................................................
English translation -
I left home to seek violence,
But, I did not see any jealous man or woman.
Everyone I saw seemed to be a relative,
As he approached, his mind was filled with affection.
Someone has pulled him to his chest as a brother,
What a good word he said.
I also said, love is all around,
Good to me, all men and women.
Comments
Post a Comment